পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড অনুমোদিত মূলধন বাড়াবে। কোম্পানিটি তার অনুমোদিত মূলধনের পরিমাণ ২৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করবে।
সোমবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জন্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৮ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।
অর্থসূচক/এমআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.