আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল এক্সচেঞ্জের মধ্যে চুক্তি সাক্ষর

প্রবাসী বাংলাদেশিদের অর্থ নিরাপদে দেশে পাঠাতে আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষে রবিবার (৬ নভেম্বর) আইএফআইসি টাওয়ারে এক

অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, শাহ এ সারওয়ার, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ডিরেক্টর ও ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন।

অনুষ্ঠানের প্রথমেই ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানান আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সেবার মধ্য দিয়ে গ্রাহকরা আইএফআইসি ব্যাংকের সকল শাখা-উপশাখার মাধ্যমে বিদেশ থেকে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির পাঠানো অর্থ সহজেই উত্তোলন করতে পারবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.