পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়নে সার্বিক এবং প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আজ সোমবার (৭ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কার্যালয়ে সংস্থাটির সাথে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল এই আশ্বাস দিয়েছে।
বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আইএমএফ আলোচনা করেছে বিএসইসি পুঁজিবাজার উন্নয়নে কি কি উদ্যোগ নিয়েছে সেটা নিয়ে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করেছে। এটা একটি ভালো উদ্যোগ বলে মনে করে আইএমএফ। বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে সিএমএসএফ, তাই বিএসইসিকে ধন্যবাদ জানান তারা।
আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য সংস্থাটির একটি প্রতিনিধিদল ঢাকা সফর করছে। সামগ্রিক অর্থনীতি সম্পর্কে জানতে তারা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের সংস্থার সাথে ধারাবাহিক বৈঠক করছেন। এরই অংশ হিসেবে আজ বিএসইসির সাথে বৈঠক করেছে সংস্থাটির প্রতিনিধি দল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.