বিশ্বকাপের পারফরম্যান্সে গর্ব করতে পারে বাংলাদেশ: শ্রীরাম

গত কয়েক মাস ধরেই টি-টোয়েন্টিতে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ। তবে চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে তারা। যার ফলে কাগজে-কলমে এখনও টিকে আছে সেমি-ফাইনালের স্বপ্ন। ম্যাচ জয়ের হিসেব কিংবা পারফরম্যান্স সবদিক থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা আসর এটি। এই বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্ব করতে পারে বাংলাদেশ, এমনটাই মনে করেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। যা ছিল রেকর্ড। সুপার টুয়েলভ পর্বে এটিই ছিল বাংলাদেশ প্রথম জয়। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও জিতেছে টাইগাররা। প্রথম রাউন্ড ছাড়া এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতেছে তারা। তাছাড়া ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে শেষ বলে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট এই দলের চোখে চোখ রেখে লড়েছে টাইগাররা। যদিও শেষ পর্যন্ত হেরেছে।

শ্রীরাম বলেন, ‘দিনশেষে হার তো মাত্র ৫ রানের…শেষটুকু ঠিক-ঠাক করতে না পেরে ড্রেসিং রুমে সবাই হতাশ ছিল অবশ্যই এবং তারা উপলব্ধি করেছে, কতটা সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করেছে। তবে দলের জন্য দারুণ শিক্ষীয় এটি এবং দলকে প্রচুর আত্মবিশ্বাস জোগাচ্ছে। ভারতের মতো একটি দলকে চ্যালেঞ্জ জানিয়ে যদি এত কাছাকাছি যাওয়া যায়, তাহলে (লক্ষ্য) খুব বেশি দূরে নেই।’

বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর বলেন, ‘খেলা শুরু হওয়ার আগে যদি কেউ বলত যে আমরা ভারতের কাছে ৫ রানে হারবো, তাহলে যে কেউ হয়তো তা লুফে নিত। আমরা নিজেদের এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ভারতকে হারাতে পারতাম। যদিও শেষ পর্যন্ত আমরা পারিনি। তবে এতটা কাছাকাছি যেতে পেরে ছেলেরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা আসর এটি। বাংলাদেশের ইতিহাসে আগে কখনও মূল পর্বে দুটি খেলায় জেতেনি দল। আমরা সেটা করেছি। ছেলেরা নিজেদের নিয়ে গর্ব করতে পারে। এটা নতুন শুরু। আগে কী হয়েছে, তা আমার জানা নেই। আমি সেখানে একদমই ছিলাম না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে খুব ক্লোজ দুটি ম্যাচ আমরা জিতেছি। আরেকটি ক্লোজ ম্যাচে আমরা ভারতের কাছে হেরে গেছি। তবে সেটা হতেই পারে। আমি এটাকে একদম নতুন শুরু হিসেবেই দেখছি। আমি অতীতে খুব বেশি ডুব দেইনি, সেসময় ছিলাম না। তাই মন্তব্য করতে পারব না।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.