ফেনীতে ইস্টার্ণ ব্যাংকের প্রশিক্ষণ

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ফেনী জেলায় কার্যক্রম পরিচালনাকারী সকল তফসিলি ব্যাংকের প্রতিনিধিদের জন্য মানিলন্ডারিং প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসবাদ অর্থায়ন মোকাবিলা (সিআরএফ) বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে।

আজ (৫ নভেম্বর) ফেনী শহরের হোটেল বেস্ট ইন-এ দিনব্যাপী এই কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক এ.কে.এম রেজাউল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএফআইইউ যুগ্ম পরিচালক জোবাইদা আফরোজ এবং ইকরামুল হাসান মানিলন্ডারিং এবং সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধের বর্তমান ধারার ওপর বক্তব্য রাখেন।

ইবিএল নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুল আউয়াল, ডেপুটি ক্যামিলকো মোঃ শাহজাহান আলী এবং চট্টগ্রাম অঞ্চল শাখা প্রধান মেসবাহ উদ্দীন আহমেদও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.