অ্যাডিলেড ওভালে প্রথমে ব্যাট করে ভারত স্কোরবোর্ডে তোলে ৬ উইকেটে ১৮৪ রান। জবাবে লিটন দাস পাওয়ার প্লে’তে ঝড়ো ইনিংস খেলতে পাল্টে দেন সব হিসাব। সঙ্গে যোগ হয় বৃষ্টি। আধা ঘন্টার ওপর হওয়া বৃষ্টির বিরতিতে বদলে যায় সব হিসেব। বেশ লম্বা সময় পর বৃষ্টি থামে। পরিবর্তিত হয় বাংলাদেশের লক্ষ্য। ১৬ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৫১ রান। এর মানে দাঁড়ায় বাকি ৯ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৮৫ রান, হাতে ১০ উইকেট।
বৃষ্টি থামার পর সঙ্গত কারণেই বাউন্ডারি লাইনে দুই অনফিল্ড আম্পায়ারের সঙ্গে দুই দলের অধিনায়কদের কথা বলতে দেখা যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয়েছিল কি কথা হয়েছিল আম্পায়ারের সঙ্গে।
আম্পায়ারের সিদ্ধান্ত মানতে চেয়েছিলেন কিনা তিনি। সাকিব প্রশ্নের সুরেই প্রশ্নকর্তাকে জিজ্ঞাসা করেন, ‘আমাদের না মানার কোন সুযোগ ছিল? আম্পায়ার দুই অধিনায়ককে ডেকেছিলেন। তারা আমাদের জানিয়েছিলেন পরিবর্তিত লক্ষ্য কি, পরিবর্তিত নিয়ম কি। আমাদের কত ওভার আরও খেলতে হবে এবং আমাদের লক্ষ্য কি হবে। এটুকুই।’
১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্যে খেলা বাংলাদেশ থামে ৬ উইকেটে ১৪৫ রানে। ৫ রানে ম্যাচ জেতে ভারত, বাংলাদেশের সঙ্গী হয় আরও একটি হার। তবে যে অবস্থায় ছিল দল তাতে ম্যাচ জেতার সুযোগ ছিল বাংলাদেশের।
সাকিব আরও বলেন, ‘যে অবস্থায় আমরা ছিলাম কোনো রানটাই কঠিন মনে হচ্ছিল না। আপনি যদি দেখেন ৭ ওভার শেষে ৭০ কাছাকাছি রান, বিনা উইকেটে। এরকম একটা দিনে প্রতিদিন আপনি গ্রহণ করবেন। এবং আপনি আপনার দলকে ব্যাক ও করবেন যে জিততে পারে। আমি যেটা বললাম যে হ্যাঁ আমরা জিততে পারিনি দুর্ভাগ্যজনক ভাবে। আমি খুবই খুশি, এবং গর্বিত সবাই যেভাবে চেষ্টা করেছে মাঠে।’
Our protester is #ShakibAlHasan.
He didn’t want to play on a wet field. But forced to play on wet field. It is proven once again that when India play a match they play with 13 not 11.@ICC & @BCCI 🤝#INDvBAN #TeamBangladesh #T20WorldCup22 #Bangladesh #T20WorldCup #BANvsIND pic.twitter.com/Jsv56Z3ilC— Nayon Sorkar 🇧🇩 #ClimateJustice (@NayonSorkarBD) November 3, 2022
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.