ক্যাচ ছাড়ার পর রোহিতকে ফেরালেন হাসান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনালে যেতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশেকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। কোন উইকেট না পেলেও তাকে খেলতে বেগ পেতে হচ্ছিলো রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে। দারুণ বোলিং করা তাসকিনের পাতা ফাঁদে পা দিয়েছিলেন রোহিত। তবে সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে সহজ ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ। মাত্র ১ রানে জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি ভারতের অধিনায়ক।

পরের ওভারে বোলিংয়ে এসে রোহিতকে আউট করেন হাসান। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল আপার কাট করতে চেয়েছিলেন রোহিত। তবে ব্যাকওয়ার্ড পয়েন্ট দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ লুফে নেন ইয়াসির আলি রাব্বি। তাতে ভারতের অধিনায়ক ফেরেন মাত্র ২ রানে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.