ব্লক মার্কেটে ৭৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৫ লাখ ২৪ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৯ কোটি ৫৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। কোম্পানিটি ২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা ১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বসুন্ধরা পেপার মিল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, ফাইন ফুডস, ফরচুন সুজ,ফু-ওয়াং সিরামিকস, জেনারেশন নেক্সট, গোল্ডেন সন, জিএসপি ফিন্যান্স, হাক্কানি পাল্প, এইচ. আর টেক্সটাইল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, লুব-রেফ বিডি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, নাভানা সিএনজি, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শাশা ডেনিম, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.