২৩ তম প্রতিষ্ঠানবার্ষিকী উদযাপন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
আজ (৩১ অক্টোবর) ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এমটিবি টাওয়ারের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে মিডিয়া ব্যক্তিত্বদের জন্য মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে এমটিবি। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গুরুপ আইসিসি গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো: খালিদ মাহমুদ খান এবং উপ ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো রেইস উদ্দীন আহ্মাদ।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, কর্পোরেট গভর্নেন্স যদি ঠিক থাকে তাহলে যেকোনো প্রতিষ্ঠান ভালো পারফর্ম করবে। তাই এমটিবির গ্রাহকদের জন্য সেবার মান আরও উন্নত করতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। কোভিডেও আমরা নিরলস ভাবে কাজ করেছি। আমরা এটাও নিশ্চিত করেছি যেন বেশিরভাগ ক্ষেত্রেই গ্রহককে যেন ব্রাঞ্চে আসতে না হয়। আমরা আমাদের কল সেন্টার গুলোকে আরও উন্নত করেছি। অ্যাপেরও অনেক ধরণের আপডেট করা হয়েছে। এমটিবির অ্যাপ এখন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ।
এদিকে এমটিবির করপোরেট হেড অফিস এমটিবি সেন্টারে কেন কোট ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহ এত আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ এবং ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস, মো. খালিন মাহমুদ খান ও রেইস উদ্দিন আহ্মাদ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সাথে সামঞ্জস্য রেখে দেশজুড়ে এমটিবির বিভিন্ন শাখা ও উপ শাখাকে নান্দনিকভাবে সাজানো হয় এবং এমটিবির কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসব আয়োজনে অংশগ্রহণ করেন। সপ্তাহকব্যপী এ আয়োজনে গ্রাহক অংশীজন ও কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে মানা কর্মসূচি আয়োজন করে এমটিবি। এ উদযাপনের অংশ হিসেবে, যারা বিগত ২৩ বছর ধরে এমটিবিতে কাজ করছেন তানের প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকালীন এমটিবিয়ানদের ক্রেস্ট প্রদান করে। অন্যদিকে ব্যাংকের প্রতিষ্ঠাকালীন এমটিবিয়ানরা এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের হাতে উপহার স্বরূপ উল্লেখযোগ্য সংখ্যক বই তুলে নেন। এসব বই এমটিবি ট্রেইনিং ইনস্টিটিউটের লাইব্রেরিতে দেয়া হবে। যাতে ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদভাবে জানতে পারেন।
এমটিবিয়ানদের জন্য ইউনাইটেড হাসপাতালের সহযোগিতায় এমটিবি সেন্টার ও এমটিবি টাওয়ারে দুটি হেলথ চেক আপ কর্মসূচি আয়োজন করা হয়। এছাড়াও, এমটিবিয়ানদের জন্য এমটিবি টাওয়ারের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে সাইবার নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও নিজের সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। পাশাপাশি, এমটিবিয়ান ও ব্যাংকে আগত গ্রাহকদের জন্য এমটিবি সেন্টার-এর রিসিপশন লাউডো ফেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড, ফেয়ার ইলেকট্রনিকস ও নিওফার্মার্স বাংলাদেশ লিমিটেড সহ আরো কিছু প্রতিষ্ঠানের স্টল স্থাপন করা হয়। এসব স্টলে প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহজুড়ে আকর্ষণীয় ছাড় দেয়া হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.