রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন। তিনি বলেন, আমরা উত্তেজনা প্রশমনের জন্য পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন এখনও ইউক্রন ইস্যুতে সংলাপে বসতে রাজি আছেন।
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ল্যাভরভ বলেন, সম্ভাব্য সংলাপে সমতার ভিত্তিতে ও বাস্তবতার নিরিখে আলোচনা হলে সমস্যার সমাধান হবে। প্রেসিডেন্ট পুতিন গত আট মাসে বহুবার বলেছেন, রাশিয়া আলোচনার দরজা বন্ধ করে দেয়নি। কিন্তু পাশ্চাত্যের সরাসরি নির্দেশে ইউক্রেন আলোচনা থেকে বেরিয়ে গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলেবিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এরপর মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.