বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ মাসুম

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স পক্ষ থেকে এ তথ্য জা‌নানো হয়।

তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে যোগদান করেন। ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ হতে বি.কম (সম্মান)সহ এমকম ডিগ্রি অর্জন করেন।

কেন্দ্রীয় ব্যাংকের মেধাবী কর্মকর্তার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি মালয়েশিয়া, ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও জার্মানিতে বিভিন্ন সময়ে অর্থনীতি, ব্যাংক সুপারভিশন, তথ্য প্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

অর্থসূচক/এমএইচ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.