বিশ্বকাপের ৬ মাস আগে কাতারে আর্জেন্টিনার মার্টিনেজ

আর্জেন্টিনার ৫৪ বছর বয়সি আইনজীবী মার্সেলো মার্টিনেজ আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ দেখতে গত ৩ মে কাতারে যান৷ তার আশা এবার মেসির হাতে বিশ্বকাপ উঠবে৷

রয়টার্সকে মার্টিনেজ বলেন, ‘এখানে দারুণ অনেক কিছু ঘটছে৷ এখানে সবাই মেসি ও আর্জেন্টিনাকে পছন্দ করে৷’

এ বছরের শুরুতে ফ্রান্সের পিএসজি ক্লাবের সদস্য হয়ে দুই আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ও পারাদেস দোহা গিয়েছিলেন৷ তাদের দেখতে হোটেলের সামনে হাজির হয়েছিলেন মার্টিনেজ৷ সেই সময় এক ব্যক্তি তার সম্পর্কে জেনে তাকে তার বাড়িতে দুই মাস থাকতে দিয়েছিল বলে জানান মার্টিনেজ৷ তার কথায়, ‘পরে অবশ্য সময়টা তিন মাস হয়ে গিয়েছে৷আমাকে কিছু করতে হয়নি৷ শুধু তিনি (বাড়ির মালিক) আর্জেন্টিনায় গিয়েছিলেন তখন তার পোষা প্রাণীদের দেখে রাখতে হয়েছে৷’ এছাড়া কাতারের কিছু স্থানীয় ক্লাব তাদের খেলা দেখতে তাকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানান মার্টিনেজ৷ একটি খেলা শেষে সেই দলে খেলা আর্জেন্টিনার ফুটবলার সার্জিও খাবিয়ার ভিটর তাকে তার জার্সিটি উপহার দেন বলেও জানান মার্টিনেজ৷

মার্টিনেজের মতো আর্জেন্টিনার আরও দুই সমর্থক কাতার বিশ্বকাপ দেখতে এপ্রিলের শেষদিকে আর্জেন্টিনা থেকে রওনা হন৷ তবে এখনও কাতার পৌঁছতে পারেননি ৩২ বছর বয়সি প্রকৌশলী ফেডেরিকো গুয়েভারা ও জাস্টিনা আগুইরে সারাভিয়ান্দি৷ তারা প্রথমে বার্সেলোনায় উড়ে যান৷ সেখানে একটি মোটরহোম কিনে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হন তারা৷ কিন্তু এখন তারা একটি সমস্যায় পড়েছেন৷ ১ নভেম্বরের পর যারা কাতারে নিজস্ব গাড়িনিয়ে যেতে চান তাদের বিশেষ অনুমতি নিতে বলা হয়েছে৷ এজন্য এক লাখ ৩৮ হাজার টাকা দিতে হবে৷

তাদের দাবি, তারা যখন যাত্রা শুরু করেছিলেন তখন এই নিয়ম ছিল না৷ সমস্যার সমাধান পেতে আর্জেন্টিনার দূতাবাস ওফুটবল অ্যাসোসিয়েশনেরসহায়তা চেয়েছেন তারা৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.