নারীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল জেলা ৩৪৫ এর অন্তর্ভূক্ত বিভিন্ন ক্লাবের সদস্যদের অনুদানে রাজধানীর উত্তরার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ১৪ শয্যাবিশিষ্ট একটি গাইনী ও অবস ওয়ার্ড স্থাপন করা হয়েছে।
২৯ অক্টোবর (শনিবার) আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম প্রধান অতিথি হিসেবে ওয়ার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল জেলা ৩৪৫ এর চেয়ারম্যান ডঃ মল্লিকা বিশ্বাস এবং আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট অধ্যাপক ডঃ কামরুজ্জামান চৌধুরী।
ইনার হুইল ক্লাবগুলোর পক্ষ থেকে ওয়ার্ডের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জাম প্রদান করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বে করোনা মহামারীকালে হাসপাতালটিতে একটি স্বতন্ত্র কোভিড ওয়ার্ড স্থাপনের জন্য ২৫ লাখ টাকা অনুদান প্রদান করে ইনার হুইল জেলা ৩৪৫।
ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ঐ দিন সকালে হাসপাতাল পার্শ্ববর্তী এলাকায় আয়োজিত এক র্যালীতে সচেতনতা সৃষ্টিমূলক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে ইনার হুইল সদস্যরা। হাসপাতালের ডাক্তার, নার্স, আহছানিয়া মেডিক্যাল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
র্যালী শেষে মেডিক্যাল কলেজের কাজী রফিকুল আলম মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ডঃ এএএম শরীফুল আলম, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল সুরাইয়া বেগম (অব.), ডঃ রুবামা করীম, ডঃ জেড ইউ হুমায়রা, অধ্যাপক ডঃ দীপক কুমার সান্যাল, এবং শামীমা শামীম মেঘনা।
অর্থসূচক/ এইচএএই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.