যান্ত্রিক ত্রুটি নয়, এবার ভুলে লেনদেন বন্ধ!

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বেশ কিছু সময়ের জন্য লেনদেন বন্ধ ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ রোববার (৩০ অক্টোবর) নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয় ডিএসইতে। তবে এবার লেনদেন বন্ধ থাকার কারণটি আগের চেয়ে ভয়ঙ্কর।

গত ২৪ অক্টোবর ডিএসইতে দীর্ঘ সময় লেনদেন ছিল। ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছিল, লেনদেন বন্ধ থাকার কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এবারও সবাই ধারণা করেছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই হয়তো বাজারে লেনদেন বন্ধ আছে। তবে ডিএসইর পক্ষ থেকে দাবি করা হয়েছে, যান্ত্রিক ত্রুটি নয়, অপারেশনস বিভাগের ভুলের কারণে লেনদেন বন্ধ রাখা হয়েছিল।

ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ (৩০.১০.২০২২) লেনদেন বন্ধ থাকার জন্য কোন প্রযুক্তিগত ত্রুটি নেই৷ ডিএসই মার্কেট অপারেশন ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের সার্কিট ব্রেকার তুলে দেয়৷ ফলে মার্কেট বন্ধ রাখা হয়৷ এই ভুল সংশোধন করে মার্কেট সকাল ৯:৩০ মিনিট এর পরিবর্তে ১১:০০ ঘটিকায় মার্কেট চালু করা হয়৷ যা দুপুর ২:৩৫ মিনিট পর্যন্ত চলবে’

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.