ডিএসইতে ফের যান্ত্রিক ত্রুটি, লেনদেন বন্ধ

ঢাকা স্টক এক্সচেঞ্জ ফের যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। এ কারণে আজ রোববার (৩০ অক্টোবর) এই বাজারে নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি।

বেলা ১০ টা ৮ মিনিটে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত লেনদেন বন্ধ ছিল।

এর আগে গত ২৪ অক্টোবরও যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন দীর্ঘ সময় বন্ধ ছিল।

ওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এরপরে আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত। ওইদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছিল।

জানা গেছে, ফ্লোর প্রাইসে থাকা শেয়ারও বোনাস শেয়ার ঘোষণার কারনে দর সমন্বয় হবে। গত দুইদিনে বেশ কিছু কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করেছে। এখন সেগুলো সমন্বয় করতে গিয়ে লেনদেন শুরু করতে বিলম্ব হচ্ছে।

বিষয়টি খতিয়ে দেখতে তখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি তদন্ত কমিটি গঠন করে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.