সৌম্য শেষ শূন্যতে

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দুর্দান্ত ছন্দে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে এদিন গ্যাবায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে মেহেদি হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলি রাব্বি।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের সবগুলো বলই খেলেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের প্রথম বলে স্ট্রাইকে থেকে চারও মেরেছেন তিনি। তৃতীয় বল খেললেন সৌম্য সরকার, এরপরই হয়ে গেলেন আউট। কোন রান না করেই সাজঘরে ফেরত গেছেন এই উদ্বোধনী ব্যাটার।

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এখানকার উইকেট শুকনো। আমরা চাই বোর্ডে ভালো একটি স্কোর তুলতে। আগের ম্যাচটি ভুলে যেতে চাই। জিম্বাবুয়ে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। সুতরাং, আমাদেরকেই ভালো করতে হবে। দুই দলই একে-অপরকে জানে। মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে আসছে ইয়াসির আলী রাব্বি।’

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.