ভারত সেমিতে বাদ পড়বে, বাজে কিছু বলতে চাচ্ছি না: শোয়েব

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছে ভারত। রোহিত শর্মার দলে ওপেনার লোকেশ রাহুল ছাড়া বাকি সবাই ছন্দে আছেন। আসরে অন্যাতম ফেভারিটও তারা। তারপরও অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন না শোয়েব আখতার।

চলমান বিশ্বকাপে ভারতের শুরুটা হয়েছে বিশেষ এক জয় দিয়ে। পাকিস্তানের বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচ জিতে এই মঞ্চে পা রেখেছিল ভারত। আরও একটি কারণে বিশেষ হতে পারে, দলের সবেচেয়ে বড় তারকা বিরাট কোহলির প্রত্যাবর্তনের মঞ্চও বোধ হয় এই বিশ্বকাপ। যদিও গত এশিয়া কাপেই সেই আভাস দিয়ে রেখেছিলেন এই টপ অর্ডার ব্যাটার।

পাকিস্তানকে হারিয়ে শুরুর পর সেই ছন্দ ধরে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষেও সহজ জয় পেয়েছে ভারত। টানা দুই জয়ে ইতোমধ্যেই সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে এশিয়ান জায়েন্টসরা। পরের তিন ম্যাচের যেকোনো দুটি জিতলেই সেমি-ফাইনাল নিশ্চিত, একটি জিতলেও সম্ভাবনা থাকবে।

এমন সম্ভাবনার পরও পাকিস্তানের সাবেক এই গতি তারকা বলেন, ভারতও আহামরি কোনো দল নয়। ওরাও আগামী সপ্তাহে সেমিফাইনালেই বাদ পড়বে। আমি খুব রেগে আছি, বাজে কিছু বলতে চাচ্ছি না।’

ভারক যেখানে উড়ন্ত সূচনা পেয়েছে, সেখানে ধুকছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। শুরুর দুই ম্যাচ হেরে সেমি-ফাইনালের সমীকরণ এখন পাকিস্তানের জন্য যেন রকেট সাইন্স। কাগজে-কলমে সম্ভাবনা বেঁচে থাকলেও বাস্তবে সেটা একেবারেই ক্ষীণ।

শোয়েব বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের টপ ও মিডল অর্ডার দিয়ে আমরা বড় সাফল্য এনে দেওয়ার মতো না। পাকিস্তানের একজন বাজে অধিনায়ক আছে। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.