দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে এলে শনিবার (২৯ অক্টোবর) সকালে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিক থেকে পদ্মার অববাহিকায় তীব্র কুয়াশায় পড়তে থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে দীর্ঘ চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহনের সিরিয়াল হয়নি দৌলতদিয়া প্রান্তে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় নৌরুটে মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঘাট এলাকায় তেমন যানবাহন ও যাত্রী চাপ ছিলো না। এখন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.