ফের দামেস্কে ইসরাইলের হামলা

আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে ইসরাইল সিরিয়ায় তিন দফা এ ধরনের হামলা চালালো।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল রাত সাড়ে বারোটায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দামেস্কের কাছাকাছি লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা চালায় ইসরাইল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে গত সোমবার ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় এক সেনা আহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তার আগে গত ২১ অক্টোবর দামেস্কের উপকণ্ঠে একই ধরনের হামলা চালায় ইসরাইল। খবর- পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.