পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুডের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের অর্থ ব্যবহারের প্রক্রিয়া পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৯মে অনুষ্ঠিত ইজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানিটির আইপিওর অর্থ যন্ত্রপাতি কোনার কাজে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল।
বর্তমানে বৈশ্বিক মূল্য বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে কোম্পানিটি আইপিওর অর্থ ব্যবহার প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি আরও জানায়, বিডি থাই ফুড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ১৩০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.