সাগরে ড্রেজারডুবে নিখোঁজ ৭: উদ্ধার ১

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ইকোনমিক জোনের খননকাজে নিয়োজিত একটি ড্রেজার ডুবে গেছে। এ ঘটনায় সাতজন নিখোঁজ রয়েছেন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মিরসরাই ইকোনমিক জোনের ৩ নম্বর স্লুইস গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঝড়ো হাওয়ায় সৈকত-২ নামের ড্রেজারটি উল্টে ডুবে যায়। এ ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন তারা হলেন- শাহীন, ইমাম, তারেক, মাহমুদ, জাকারিয়া, আলম ও জাহিদ। তাদের বাড়ি পটুয়াখালীর জৈনকাঠী এলাকায়। ড্রেজারটি ডুবে যাওয়ার পর সেখানে থেকে আল আমিন (২০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়িও পটুয়াখালীর জৈনকাঠীতে।

ঘটনাস্থলে আসা কয়েকজন স্বজন জানান, নিখোঁজ সব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার পটুয়াখালী সদরের চরজোন ইউনিয়নে। তারা বঙ্গবন্ধু শিল্পনগরের বেপজা ও একটি কোম্পানির বালু সরবরাহ করতে সাগরে ড্রেজারে কাজ করতেন।

এ তথ্য নিশ্চিত করে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, সেখানে সাতটা ড্রেজার পাশাপাশি ছিল। বাকি ড্রেজারের শ্রমিকরাও ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কন্ট্রাক্টে খননকাজে নোঙর করা ছিল ড্রেজারগুলো। মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত পেয়ে বাকি ৬ ড্রেজারের শ্রমিকরা নিরাপদ আশ্রয়ে চলে যান। সৈকত-২ ড্রেজারটিতে ৯ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে থেকেও একজন নিরাপদে চলে যান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.