বিশ্বকাপ থেকে বাদ পড়ার দোষ ক্রিকেটারদের নয়: পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার দোষ ক্রিকেটারদের দিতে চান না কাইরন পোলার্ড। ক্যারিবিয়ানদের সাবেক অধিনায়ক দায় দিতে চান দলের নির্বাচকদের। যদিও ওয়েস্ট ইন্ডিজের এভাবে বাদ পড়াটা রোমাঞ্চিত করছে দলটির সাবেক এই অলরাউন্ডারকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয় তারা। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে স্বপ্ন ধূলিসাৎ হয় তাদের।

দলের এভাবে বাদ পড়ার দায় মূলত নির্বাচকদের দিকেই দিচ্ছেন গত এপ্রিলে জাতীয় দল থেকে অবসর নেয়া পোলার্ড। সরাসরি নির্বাচকদের নাম না নিলেও তিনি বলেন, ‘এটা কিছুটা আশ্চর্যজনক। সত্যি বলতে অন্য দলগুলোর সঙ্গে আমরা সেভাবে খেলতে পারিনি। তবে আমাদের ক্রিকেটের বর্তমান যে অবস্থা আমি এটা অনুভব করতে পারি। আমি ছেলেদের অবস্থা বুঝতে পারছি, তাদের সময় বেশ খারাপ যাচ্ছে। এটা তো আসলে তাদের দোষ না। আমাদের তরুণ একজন অধিনায়ক আছে। আমাদের খেলোয়াড়রাও নতুন যারা টি-টোয়েন্টিতে কেবল কয়েকটি ভালো ইনিংস খেলেছে। এরাই কিন্তু বিশ্বকাপে চলে এসেছে। আমি যখন এটা দেখি, তখন আমি মনে মনে হাসি। কেননা গত বছর এই সময়টায় অনেক কথা হচ্ছিল, যখন কেউ কেউ দলে সুযোগ পায়নি।’

এবারের বিশ্বকাপ দলে ছিলেন না আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের মতো অভিজ্ঞ ক্রিকেটার। এ ছাড়া শিমরন হেটমায়ার ফ্লাইট মিস করার কারণে বাদ পড়েন। পোলার্ড আরও বলেন, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আমরা এটাকে খুব সহজভাবে নিয়ে ফেলেছি। এমনকি একটা ধারণাও প্রচলিত আছে যে, কারও বয়স যদি বেশি হয় তাহলে তাকে খেলা থেকে অবসর নিয়ে নিতে হবে!’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.