ইসরাইলি সেনাদের হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার রাতভর চলা এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ ফিলিস্তিনি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লা ও নাবলুস শহরের কয়েকটি এলাকায় এই হামলা চালায় ইসরাইলি সেনারা। নাবলুস শহরে চালানো হামলায় চার ফিলিস্তিনি এবং রামাল্লায় অপর ফিলিস্তিনি যুবক নিহত হন। রামাল্লা শহরে নিহত ফিলিস্তিনি কিশোর নবি সালেহর বুকে গুলি করে ইসরাইলি সেনারা।

জানা গেছে, নাবলুস শহরে নিহত একজন ফিলিস্তিনি যুবক সেখানকার একটি প্রতিরোধ আন্দোলনের নেতা। তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। সোমবার রাতভর ইসরাইলি সেনাদের চালানো এ হামলায় ২১ ফিলিস্তিনি আহত হন। খবর- পার্সটুডের

গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। সেইসঙ্গে পশ্চিম তীর-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ইসরাইল বিরোধী দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.