পশ্চিমবঙ্গে সামান্য ঝড় হলো। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হলো। কিন্তু সিত্রাংয়ের তাণ্ডব হয়নি। সিত্রাং পুরোপুরি বাংলাদেশের দিকে চলে যাওয়ায় রেহাই পেয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ।
রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকলেও সকাল থেকে কলকাতার আকাশ একেবারে রোদেলা। ফলে কালীপুজো ও দীপাবলির আনন্দ মাটি হয়নি। বরং গরম কমে যাওয়ায় মানুষ তা আরো উপভোগ করেছেন।
পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস জানিয়েছে, সিত্রাং এখন তার শক্তি হারিয়েছে। এবার তা নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া অফিসের কথা শুনে স্বস্তিতে পশ্চিমবঙ্গের মানুষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খুব জরুরি কাজ না থাকলে কেউ যেন বাড়ির বাইরে না বের হন। মঙ্গলবার ভোর থেকে আবহাওয়া খারাপ হবে। সুন্দরবন-সহ বিভিন্ন এলাকায় প্রশাসন বিশেষ ব্যবস্থানিয়েছে। তবে শেষ পর্যন্ত আবহাওয়া খারাপ হয়নি।
তবে পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়ার ফলে কালীপুজোর প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে। নৈহাটিতে একটি মণ্ডপের গেট ভেঙে যায়। আলিপুরদুয়ারে দুইটি প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়। প্রতিমা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সল্টলেকের বৈশাখী বাজারে ২০টি দোকানের চাল ভেঙে পড়ে ছয়জন আহত হয়েছেন। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই, এবিপি আনন্দ
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.