দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ কারিগরি ত্রুটির কারণে প্রায় ৩ ঘণ্টা লেনদেন বন্ধের পর পুনরায় চালু হয়েছে। দুপুর ২টা ১০ মিনিট থেকে ডিএসইতে লেনেদেন চালু হয়েছে। লেনদেন চলবে দুপুর ২টা ২৫ মিনিট পরযন্ত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইর পোস্ট ক্লোজিং সেশন চলবে ২টা ২৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পরযন্ত।
এর আগে আজ সোমবার সকাল ১০ টা ৫৮ মিনিটে কারিগরি ত্রুটির কারণে ডিএসইর লেনদেন বন্ধ হয়ে পড়ে। দুপুর ১টা ৫০ মিনিটে স্বাভাবিক নিয়মে লেনদেন বন্ধ হওয়ার কথা থাকলেও কারিগরি ক্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল প্রায় ৩ ঘণ্টা। এই সময়ে লেনদেনের সাথে ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ ছিল।
কারিগরি ক্রুটির সমস্যা সমাধানের পর দুপুর ২টা ১০ মিনিট থেকে আবার লেনদেন শুরু হয়েছে ডিএসইতে।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.