রেমিট্যান্সের ডলারের দাম আরও কমলো

প্রবাসী আয়ের নগদায়নের হার আরও কমালো। বাংলাদেশ অথরাইজড ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) রেমিট্যান্সের ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করেছে। এর প্রভাব প্রবাসী আয়ের উপর পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, সম্প্রতি এক বৈঠকে সংগঠন দুটি রেমিট্যান্সের ডলারের দাম ১০৭ টাকা ৫০ পয়সা থেকে আরও ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করেছে। এছাড়া রফতানি বিল নগদায়নে ৫০ পয়সা বাড়ানো হয়েছে।

রফতানি বিল সোমবার (২৪ অক্টোবর) এবং রেমিট্যান্সে কমানো হার আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও জানায় তারা।

এদিকে এ সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কার্ব মার্কেট বা খোলা বাজারের দিকে মনযোগ না দিয়ে শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের বিল কমানোর সিদ্ধান্ত হিতে বিপরীত ফল দিবে। ব্যাংকের পাশাপাশি খোলা বাজারে ডলারের দাম না কমানো হলে হুন্ডিতে রেমিট্যান্স আসা আরো বেড়ে যাবে। যার প্রভাব পড়বে ব্যাংক এবং সার্বিকভাবে দেশের অর্থনীতিতে।

এদিকে, সেপ্টেম্বরে রেমিট্যান্সের দাম ১০৮ টাকা নির্ধারণ করে সংগঠন দুটি। এর কিছুদিন পর সে দর আরো ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা ৫০ করে। এখন আরো ৫০ পয়সা কমানো হলো।

সেপ্টেম্বরের মতো চলতি মাসেও রেমিট্যান্সের হার নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ২০ দিনে মাত্র ১১০ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। মাস শেষে এর পরিমাণ দাঁড়াতে পারে ১৬০ কোটি ডলারের আশেপাশে।

প্রবাসী আয়ের এ ধারা দেশের সার্বিক অর্থনীতিকে আরও হুমকির মুখে ফেলবে বলেও ধারণা অর্থনীতিবিদদের।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.