সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রুপ নেবে সিত্রাং

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, নিম্নচাপ সিত্রাং আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। মঙ্গলবার কক্সবাজারসহ সাতক্ষীরা উপকূলীয় ১৯টি জেলায় আঘাত হানতে পারে। রোববার (২৩ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সিত্রাং যদি উপকূলীয় এলাকায় আঘাত হানে তাহলে কক্সবাজারসহ সাতক্ষীরা উপকূলীয় ১৯টি জেলায় আঘাত হানতে পারে। এটির গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।

এসব এলাকার সাইক্লোন সেন্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার ৩ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়টি ২৫ তারিখ আঘাত হানতে পারে। আকারে বড় হলেও এটির তীব্রতা কম থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার কারণে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশসহ ভারতীয় উপকূলে আগামী দুইদিন প্রবল বৃষ্টি হতে পারে।

অর্থসূচক/এএম/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.