টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত ওপেনার হিসেবেই পরিচিত লিটন দাস। যদিও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে মিডল অর্ডারে নামানোর পরিকল্পনা চলছে। লিটনকে নিয়ে যে পরিকল্পনা সেটাতেই অটল থাকতে চান সাকিব আল হাসান।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা গেছে লিটনকে। অথচ ওপেনার হিসেবেই জাতীয় দলে সুপরিচিত এই স্টাইলিশ ব্যাটার। টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে নাইম শেখের সঙ্গে ১৭ ইনিংসে ৩৯৫ রান করেছেন তিনি। এ ছাড়াও তামিম ইকবালের সঙ্গে ১৩ ইনিংসে ৩৭৬ রান এসেছে তার ব্যাটে। তবুও ওপেনিংয়ের পরিকল্পনায় নেই তিনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগের দিন বাংলাদেশের অধিনায়ক জানান, ‘আপনার কি মনে হয় লিটন ওপেন করলেই আমরা জিতব? বা ওপেনার ঠিক হয়ে গেলেই আমরা জিতবো? (হাসি) আপনি যেভাবে বলছেন, সিদ্ধান্ত যে নেয় সেই জায়গায় আপনাকে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেখুন এখানে ১৫ জন খেলতে এসেছে এবং সবাই রেডি ও ফিট। সবাই প্রতিটি পজিশনের জন্য মানিয়ে নেবার সক্ষমতা রাখে। আমরা চাই, আমি অন্তত ব্যক্তিগতভাবে চাই যে সবাই সেই জিনিসটা মানিয়ে নিতে পারবে, ওপেন মাইন্ডেড থাকবে। দলের জন্য যাকে যেখানে যখন খেলতে হয়। যার যখন যেখানে বোলিং করা লাগে, ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে। টি-টোয়েন্টি ম্যাচে সে দলগুলোই ভালো করে যাদের এই অ্যাডাপ্টিবিলিটি বেশি ভালো আছে। সুতরাং আমি আশা করি আমাদের দলের সবারই এই জ্ঞানটা আছে এবং এই সম্পর্কে সবাই অবগত। যে যাকে যখন যেখানে লাগবে তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, সেই জায়গাতে সবাই প্রস্তুতও আছে। এখান থেকেই আমাদের ১১ জন বাছাই করতে হবে। আমি নিশ্চিত যে ১১ জনই বাছাই করি তারা দেশের হয়ে ভালো করার চেষ্টা করবে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.