সুদানে জাতিগত সংঘর্ষ: নিহত ১৫০

সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল প্রদেশে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাতিগত সংঘর্ষে দুই দিনে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এই রক্তপাত সবচেয়ে ভয়াবহ। বৃহস্পতিবার ব্লু নাইল প্রদেশের রাজধানী দামাজিনের রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা। তারা এই সংঘাতের নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছেন। সংঘাতে এ বছর শত শত মানুষ নিহত হয়েছে।

ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জন নিহত হয়েছেন। এ সহিংসতায় প্রায় ৮৬ জন আহত হয়েছেন।

হাউসা সম্প্রদায় ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে বিতর্কের পর গত সপ্তাহে ব্লু নাইলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রচণ্ড বন্দুকযুদ্ধ এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় শত শত বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

রাজধানী খার্তুমের ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দক্ষিণে রোজাইরেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকায় এ লড়াই চলছে।

বৃহস্পতিবার, দামাজিনে শত শত মানুষ মিছিল করেছে, কেউ কেউ রাজ্যের গভর্নরকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে। ‘না, সহিংসতা নয়’ বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

সুদানে জাতিসংঘের সহায়তা প্রধান এডি রোই বলেন, তিনি সংঘর্ষের বিষয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ছিলেন। ১৩ অক্টোবর থেকে সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৭০ জন নিহত হয়েছে এবং ৩২৭ জন আহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.