ব্যবসা সম্প্রসারণে পুঁজিবাজারে আসতে চায় বেস্ট হোল্ডিংস

রোড শো অনুষ্ঠিত

ব্যাবসা সম্প্রসারণে বুক-বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায় পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকার মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড।

বুক-বিল্ডিং পদ্ধতির আইপিওর শর্ত অনুসারে, কোম্পানিটি বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রোড-শোর আয়োজন করে। বিধি অনুসারে উক্ত অনুষ্ঠানে কোম্পানি কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের সামনে কোম্পানির পরিচিতি, বিগত কয়েক বছরের আর্থিক তথ্য, ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদি তুলে ধরেণ।

এসময় বেস্ট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ বলেন, বেস্ট হোল্ডিংস ১৫ বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা আমাদের কার্যক্রম শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইনা।

তাই আমরা ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন প্রকল্প চালু করেছি। এর মাধ্যমে সারা দেশে বেস্ট হোল্ডিংসের কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

উক্ত রোড শোতে কোম্পানি কর্তৃপক্ষ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ডিলার ও স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সভাপতি এবং শেয়ারহোল্ডার শাকিল রিজভি, শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিথ কুমার চক্রবর্তী, ব্যাংকের পক্ষে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম আজাদ, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, সোনালী ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, বেস্ট হোল্ডিংসের এর ইনডিপেনডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) লেঃ জেঃ (অবঃ) শেখ মামুন খালেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০০৯ সালে ব্যবসা শুরু করে বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিও প্রসপেক্টাস অনুসারে, বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা।
আইপিও থেকে উত্তোলিত অর্থের প্রায় ৩০ শতাংশ উচ্চ-সুদের ঋণ পরিশোধে ব্যবহার করবে কোম্পানিটি। অবশিষ্ট ৭০ শতাংশ অর্থ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত ভালুকা রিসোর্ট প্রকল্পের জন্য ব্যয় করা হবে।
বেস্ট হোল্ডিংসের একটি সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে যা ২০২৩ সালে চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বেস্ট হোল্ডিংসের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও শান্তা ইক্যুইটি লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.