ডেঙ্গুতে মৃত্যু আরও ৪, হাসপাতালে ভর্তি ৮৯৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৯৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯০০ জন রোগী ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৯৬ জনের মধ্যে ঢাকায় ৫৩৭ জন ও ঢাকার বাইরে ৩৫৯ জন। আর অক্টোবর মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ১১০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১৭৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ২ হাজার ১৫৯ জন,আর বাকি ১ হাজার ১৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। এই বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ২৮ হাজার ৬৯৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৫ হাজার ৪১৪ জন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.