এমিরেটস লয়্যাল গ্রাহকদের জন্য অতিরিক্ত পয়েন্ট অর্জনের সুযোগ

এমিরেটস এবং ফ্লাই দুবাইয়ের লয়্যলিটি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডস তাদের সদস্যদের জন্য অতিরিক্ত “স্কাইওয়ার্ডস মাইল” বা পয়েন্ট অর্জনের বিশেষ সুযোগ দিচ্ছে।

ফ্লাইট, হোটেল, কার রেন্টাল, শপিং ইত্যাদি ক্ষেত্রে সদস্যরা হাজার হাজার মাইল অর্জনের সুযোগ পাবেন ১৮ নভেম্বর ২০২২ পর্যন্ত।

বিশ্বের ৪,০০০ এর অধিক হোটেলে আবস্থান করলে প্রতি রাতের জন্য ১৪,৫০০ পর্যন্ত মাইল অর্জন করা যাবে। বিশ্বব্যাপী এভিস, হার্টজ এবং সিক্সট্ এর গাড়ী ভাড়া নিলে পাওয়া যাবে ৫,০০০ পর্যন্ত মাইল।

এছাড়াও সদস্যরা ফার্স্ট আবুধাবী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অব কুয়েতের পয়েন্ট স্কাইওয়ার্ডস মাইলে রূপান্তর করতে পারবেন, ৫০০,০০০ মাইল পর্যন্ত অর্জন করা যাবে।

সারাবিশ্বে এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্য সংখ্য প্রায় ৩ কোটি। পার্টনার এয়ারলাইন, হোটেলে, কার রেন্টাল, আথিক প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, লাইফ স্টাইল ব্র্যান্ডে সেবা নেয়ার মাধ্যমে মাইল অর্জনের সুযোগ রয়েছে। পরবর্তীতে এই মাইল প্রয়োজনানুসারে এয়ার টিকিট ক্রয়, ফ্লাইট আপগ্রেড, হোটেল বুকিং খেলাধুলা, সাংস্কৃতিক ইভেন্ট, ট্যুরসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করা যায়।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.