আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। পূর্বনির্ধারিত এই সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরটি শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ দিয়ে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এই ম্যাচ শেষে আবারও ঢাকায় ফিরবে দুই দল। তারপর ২২-২৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ম্যাচ শেষ হওয়ার পরদিনই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ভারতীয় দলের।
বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ম্যাচগুলো শুরুর সময় এখনও জানায়নি বিসিবি।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.