সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজও ডিএসইতে দুই শাতাধিকের বেশি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আর এদিন ডিএসইতে লেনদেন নেমেছে হাজার কোটির নিচে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৯৭৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ২০৩ কোটি ৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৭ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৬ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.