ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেষ্টমেন্টস লিমিটেডের আয়োজনে হাইব্রিড সিস্টেমে (ভার্চুয়াল প্লাটফর্ম ও শারীরিক উপস্থিতি) মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
উক্ত কর্মশালা কোম্পানীর প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে পরিচালিত হয় । প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ শামসুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহবুব আলম প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে AML/CFT এর গুরুত্ব ও পরিপালন বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেন । উক্ত কর্মশালায় ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের CAMLCO সৈয়দ আহমেদ এফসিএমএ, এছাড়াও DCAMLCO ও বিভিন্ন শাখার BAMLCO বৃন্দ এবং সর্বস্তরের নির্বাহী কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। কর্মশালায় AML/CFT সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয় ।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.