ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) ফেইজ-বি’র রেসিডেন্ট ডা. আসাদ শিকদার মারা গেছেন।এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর শোক প্রকাশ করেছে ।

সোমবার (১৭ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় জানান হয়, রোববার (১৬ অক্টোবর) রাতে ডা. আসাদ শিকদার চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর কারণ সাসপেক্টেড ডেঙ্গু এনসেফালাইটিস। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর শোকাহত।

এতে আরো বলা হয়, ডা. আসাদ ছিলেন ৩৩তম বিসিএসের চিকিৎসক।তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এরপর ৩৩তম বিসিএসে যোগদান করেন আসাদ।

অর্থসূচক/এএম/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.