করোনা পজিটিভ হলেও খেলা যাবে বিশ্বকাপ

করোনাভাইরাস সংক্রমণের হার কমে যাওয়ায় বেশিরভাগ দেশই এখন কোভিড নিয়মে শিথিলতা আনছে। একই পথে হেঁটেছে কঠোর নিয়মে থাকা অস্ট্রেলিয়া। দেশটির সরকারের এমন সিদ্ধান্তের পর কোভিড পজিটিভ হওয়া ক্রিকেটারকে বিশ্বকাপ খেলার সুযোগ দিচ্ছে আইসিসি। এমন প্রতিবেদনই প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ কঠোর নিয়ম মেনে ক্রিকেটারদের খেলতে হয়েছে। প্রতি ম্যাচের আগে কোভিড পরীক্ষা করানোর সঙ্গে পুরো দল ছিল জৈব সুরক্ষা বলয়ে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে অবশ্য এসবের কিছুই রাখছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসি জানায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটারদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক নয়। কোন ক্রিকেটারের মাঝে উপসর্গ দেখা দিলেই কেবল তার কোভিড পরীক্ষা করানো হবে। কোন ক্রিকেটার কোভিড পজিটিভ হলে তাকে দলের বাকিদের থেকে দূরে রাখতে হবে।

কোভিড পজিটিভ হওয়া সেই ক্রিকেটার কারও সংস্পর্শে আসতে পারবেন না। তবে চাইলে সেই ক্রিকেটার ম্যাচ খেলতে পারবেন। যদিও সেটা পুরোপরি নির্ভর করবে দলগুলোর ওপর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ক্রিকেটার খেলার মতো অবস্থায় থাকলে তাকে একাদশে রাখতে পারবে দলগুলো। চাইলে সেই ক্রিকেটারের বদলিও নিতে পারবে তারা। তবে সেই ক্রিকেটার কোভিড নেগেটিভ হলে পুনরায় বিশ্বকাপ খেলতে পারবেন। কোভিড পজিটিভ ক্রিকেটারকে খেলার সুযোগ দেয়া এবারই প্রথম নয়। এর আগে কোভিড পজিটিভ হয়েও ম্যাচ খেলেছেন তাহলিয়া ম্যাকগ্রা।

২০২২ কমনওয়েলথ গেমসের ফাইনালের দিন সকালে কোভিড পজিটিভ হয়েছিলেন তিনি। তবে তাকে ম্যাচ খেলার সুযোগ দেয়া হয়েছিল। যদিও সেই সময় মাস্ক পড়ে সতীর্থদের থেকে দূরে ছিলেন ম্যাকগ্রা। পুরো ম্যাচে ২ ওভার বোলিং করার পাশাপাশি শেফালি ভার্মার ক্যাচও নিয়েছিলেন তিনি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.