বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে হেইলিবারি। যুক্তরাজ্যের অন্যতম প্রধান স্কুল ও বাংলাদেশের বেস্ট সার্ভিসেস লিমিটেড এর একটি যৌথ উদ্যোগ। এই স্কুলটিতে ১০০০ শিক্ষার্থীর আবাসিক সুবিধা রয়েছে। প্রস্তাবিত ধামশুর অর্থনৈতিক অঞ্চল এর ৮৫০ একর জমির অন্তর্ভূক্ত এই প্রতিষ্ঠানে সর্বাধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই স্কুলে লেখাপড়ার সুযোগ পাবে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর লো মেরিডিয়েন হোটেল ঢাকায় হেইলিবারি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন এবং হেইলিবারি ইউ.কে প্রধান শিক্ষক মার্টিন কলিয়ার।
২০২৩ সালের আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে স্কুলটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। আগামী বছরের জানুয়ারী মাসে বিশ্বের অন্যতম সুপরিচিত এই স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হবে। বাংলাদেশসহ বিদেশী শিক্ষার্থীরা এই স্কুলে লেখাপড়া করার সুযোগ পাবে।
বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করতে হেইলিবারি স্কুল, এটি একটি প্রথম উদ্যোগ। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানে নিয়ে যেতে এই স্কুল মাইলফলক হিসেবে কাজ করবে বলে অতিথিগণ প্রত্যাশা ব্যক্ত করেন।
বেস্ট সার্ভিসেসের আফরা আনজুম বলেন, এই বিদ্যাপীঠ মূলত, যারা দেশের বাইরে পড়তে যেতে পারে না জন্যই। দেশেই বিশ্বমানের শিক্ষার অভাব পূরণ হবে হেইলিবারি ভালুকার মধ্য দিয়ে। এই স্কুলের কার্যক্রম ২০২৩ সালের আগস্টে শুরু হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, হেইলিবারি ভালুকা শিক্ষায় এক অনন্য দিগন্ত চালু করবে। বিশাল ৮৫০ একর জায়গাজুড়ে অবস্থিত এ বিদ্যাপীঠ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে শুরু হতে যাওয়া হেইলিবুরি ভালুকা সত্যিই এক বিশাল সুযোগ করে দিয়েছে দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত হতে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.