ইউক্রেনকে আরও সাড়ে ৭২ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আরও ৭২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র দফতর ও পেন্টাগন এ ঘোষণা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার বর্বরোচিত হামলা ও ক্রমবর্ধমান নৃশংসতার পরিপ্রেক্ষিতে এ সহায়তা দেয়া হচ্ছে।

প্রতিরক্ষা বিভাগ আলাদা এক বিবৃতিতে বলেছে, নতুন এই প্যাকেজে হিমারাস রকেট পদ্ধতির জন্য আরও গোলাবারুদ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্লিংকেন বলেন, জো বাইডেনের প্রশাসন কাজ শুরুর পর থেকে এ নিয়ে ইউক্রেনকে মোট ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়া হয়েছে।

তিনি ইউক্রেনের জনগণের পাশে যুক্তরাষ্ট্রের অব্যাহতভাবে থাকারও প্রতিশ্রুতি দেন।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.