বন্যাদুর্গতদের বহনকারী বাসে আগুন, নিহত ১৮

বন্যাদুর্গতদের বহনকারী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পাকিস্তানে। এতে নারী-শিশুসহ অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন বাস্তুচ্যুত নাগরিক ছিলেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাসের যাত্রীরা সবাই একটি যৌথ পরিবারে সদস্য ছিল। সিন্ধু প্রদেশের দাদু জেলার খায়রপুর নাথান শাহে বন্যায় তাদের বাড়িঘর তলিয়ে যায়। সেখান থেকে তাদের করাচিতে স্থানান্তরিত করা হচ্ছিল।

বুধবার (১২ অক্টোবর) রাতে করাচি-হায়দারবাদ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জায়গাটি করাচি থেকে ১৮৫ কিলোমিটার দূরে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হাশিম ব্রোহি বলেছেন, বাসটিতে ৪৭ জন ছিল। বাসের পেছনে আগুনের সূত্রপাত। মনে করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে এমন হতে পারে।

দেশটির পাঞ্জাব রাজ্যে আগস্টে এক বাস দুর্ঘটনায় ২০ জন মারা যান। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২১ সালে দেশে ১০ হাজার ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ৪ হাজার ৫৬৬ জন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.