সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২২ আয়োজন করছে আইসিএবি

অর্থনীতির উপর কোভিড প্রতিঘাত কটিয়ে উঠার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, জ্বালানী তেলের সংকট, ও পন্য পরিবহন ব্যবস্থা ব্যাঘাত বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতিকে পাল্টে দিয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে  উন্নয়নের গতি ধারায় কিছুটা লাগাম টানতে হয়েছে । আমাদের ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত হওয়ার পথে অনেক চ্যালেঞ্জ আছে।  এসব চ্যালেঞ্জ দুর করে এগিয়ে যাওয়ার জন্য আঞ্চলিক সহযোগিতা ও দেশগুলোর মধ্যে আন্ত সংযোগের কোন বিকল্প নেই |

দি ইনষ্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) দক্ষিণ এশীয় দেশগুলোতে  হিসাব ও নিরীক্ষা পেশার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে ঢাকায় এবার “সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২২” আয়োজন করতে যাচ্ছে। এতে ভারত, শ্রীলংকা, নেপাল সহ সার্কভুক্তদেশ গুলো থেকে ৩০ জন বিদেশী প্রতিনিধি অংশগ্রহণ করবেন।  দক্ষিণ এশীয় পরিমণ্ডলে এই আঞ্চলিক সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করে।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইসিএবির প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন এফসিএ বলেন, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য দক্ষিণ এশীয় অঞ্চলে সমৃদ্ধি পাশাপাশি  অর্থনৈতিক সহযোগীতা ও স্থিতিশীলতা  প্রয়োজন । এই পরিস্থিতিতে, পেশাদার হিসাববিদরা নিঃসন্দেহে অতীতের মতো অন্যতম ভূমিকা পালন করবে তিনি মনে করেন ।

তিনি বলেন, আইসিএবি দেশের অর্থনৈতিক অগ্রগতির ত্বরান্বিত করার লক্ষে এই সম্মেলন আয়োজন করছে। ঢাকাতে অনুষ্টিতব্য সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস-(সাফা) এর আন্তর্জাতিক সম্মেলন টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

তিনি আরো বলেন, সরকার আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য এবং টেকসই প্রবৃদ্ধির জন্য আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ আরও বাড়াতে কাজ করছে। পদ্মা বহুমুখী সেতু যোগাযোগ সংযোগ একটি দুর্দান্ত উদাহরণ যা দেশে আঞ্চলিক বাণিজ্যের জন্য নতুন সুযোগ উন্মোচন করবে।

এই সম্মেলন আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা এবং বাংলাদেশের সেরা বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।   তিনি বলেন, আমাদের জাতীয়, আঞ্চলিক এবং বিশ্বব্যাপী অনেক চ্যালেঞ্জ রয়েছে; তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা আমাদের পারস্পরিক সহযোগিতা, সংযোগ এবং ঐক্যের মাধ্যমে এই সমস্ত চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারব । কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন আইসিএবি’র কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ এফসিএও গোপাল চন্দ্র ঘোষ এফসিএ।

সাফা-এর সদস্য দেশগুলি নিয়ে এই সম্মেলন এবং সেমিনারগুলি দক্ষিণ এশীয় অঞ্চলের সহ পেশাদার হিসাববিদদের সাথে ধারণা, অভিজ্ঞতা বিনিময় এবং সর্বোপরি দৃঢ় বন্ধুত্ব গড়ে তোলার দুর্দান্ত সুযোগ সৃষ্টি  করবে বলে-আইসিএবি বিশ্বাস করে।

এবারের সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সের বিষয়বস্তু (থিম) নির্বাচন করা হয়েছে, “Regional Connectivity for Sustainable Growth”।  আগামী ১৫ অক্টোবর ২০২২ ইং শনিবার বিকাল ৩টায় রাজধানীর সোনারগাঁওয়ে কনফারেন্সের উদ্বোধন হবে। উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রি ড. শামছুল আলম । উদ্বোধনী সেশনের কনফারেন্স থিমের উপর মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

উদ্বোধনী সেশনের পরে টেকনিক্যাল সেশন -১ এ “Sustainability Reporting and Green Finance: A Regional Perspective” শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যর Alliance Manchester Business School – Accounting and Finance division এর প্রফেসর ড. জাভেদ সিদ্দীকী । এতে সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংক এর বোর্ড পরিচালক ও অর্থমন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ ।

টেকনিক্যাল সেশন ২ এ ”Current Trend of Regional Economy: Role of Professional Accountancy Organizations (PAO)” শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন আইসিএবির কাউন্সিল মেম্বার এবং হুদা ভাসি চৌধুরী এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস এর পার্টনার  সাব্বির আহমেদ এফসিএ। এতে সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন  বাণিজ্য মন্ত্রণালয়েল সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

দুইটি সেশনে প্যানেল আলোচক হিসেবে অংশ নিবেন বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকার সিএ ইনস্টিটিউট ও কস্ট ইনস্টিটিউট প্রতিনিধিগণ।

ভ্যালেডিকটরি সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা  সালমান এফ রহমান এমপি । এতে বক্তব্য রাখবেন Organising Committee of SAFA International Conference 2022  এর চেয়ারম্যান এবং আইসিএবির সাবেক প্রেসিডেন্ট পারভীন মাহমুদ এফসিএ । এই সেশনে পুরো আয়োজনের সারাংশ তুলে ধরবেন আইসিএবির কাউন্সিল মেম্বার ও সাবেক প্রেসিডেন্ট মো: হুমায়ন কবীর এফসিএ । এ সেশনে সাফা ও গ্লোবাল রির্পোটিং ইনিসিয়েটিভ (জিআরআই) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন আইসিএবি’র প্রেসিডেন্ট মো. শাহাদৎ হোসেন এফসিএ।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.