ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ৭৬ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ২৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ফার্মা লিমিটেড ৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ওরিয়ন ইনফিউশন ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অ্যাপেক্স ট্যানারি, ব্যাংক এশিয়া, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেমিনে সী, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি, কে অ্যান্ড কিউ, কেয়া কসমেটিকস, লাফার্জহোলসিম, মেট্রো স্পিনিং, বিডি মনোস্পুল পেপার, ন্যাশনাল হাউজিং, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পেপার প্রসেসিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সী পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.