আমরা আমাদের সেরা ক্রিকেট খেলেছি: সাকিব

দলগত পারফরম্যান্সের অভাবে আগেই ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ব্যাটার-বোলারদের পারফরম্যান্সের ঘাটতি ছিল চোখে পড়ার মতো। তবে নিজেদের শেষ ম্যাচে খানিকটা ভিন্নতা দেখা গেছে সাকিবদের মাঝে। প্রথম তিন ম্যাচের তুলনায় এদিন বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ ভালো। সাকিব ও লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ১৭৩ রানের পুঁজিও পেয়েছিল টাইগাররা। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের বাজে বোলিং, ক্যাচ মিস সঙ্গে বাজে ফিল্ডিংয়ে এক বল বাকি থাকতে হারে তারা।

তবে ম্যাচ শেষে পাকিস্তানের বিপক্ষে নিজেদের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘এটা কঠিন ছিল কিন্তু আমি মনে করি আমরা আজকে আমাদের সেরা ক্রিকেট খেলেছি। শেষ দিকে আমরা আরও কিছু রান করতে পারতাম। কিন্তু এমনটা ঘটতে পারে। আমরা মাঝের ওভারগুলোতে ভালো খেলেছি যেখানে আমাদের ঘাটতি ছিল। সামনের বিশ্বকাপে ভালো করাটা এখন আমাদের ব্যাপার।’

সাকিব আরও বলেন, ‘ইনিংসের শুরুতে যদি আমাদের বলা হতো আমরা ১৭৩ রান পাবো তাহলে আমি আনন্দের সঙ্গে গ্রহণ করে নিতাম। আমরা বিশ্বকাপে কোন দল নিয়ে খেলবো সে বিষয়ে আমরা একেবারে পরিষ্কার। তাই এটা ভালো ব্যাপার।’

টানা দুই ম্যাচ হাফ সেঞ্চুরি করলেও বল হাতে সুবিধা করতে পারছেন না সাকিব। বাঁহাতি এই স্পিনার এদিন ৩ ওভারে দিয়েছেন ২৮ রান। নিজের তৃতীয় ওভারে মোহাম্মদ নওয়াজ তাকে হাঁকিয়েছেন দুটি ছক্কা ও একটি চার। পুরো টুর্নামেন্টে নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে খুশি নন সাকিব। তিনি বলেন, ‘আমার কাজ হলো দলের জন্য রান করা। যদিও আমার বোলিংটা আপ টু দ্য মার্ক হয়নি। এই একটা জায়গায় আমি উন্নতি করতে চাই। এই টুর্নামেন্টে অনেক উন্নতি করেছি। এটা আমাদের জন্য ইতিবাচক।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.