শতভাগ ফিট আফ্রিদি, খেলবেন প্রস্তুতি ম্যাচেও

গত এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে চোটে পড়েছিলেন শাহিন আফ্রিদি। এরফলে খেলতে পারেননি এশিয়া কাপে, কিছুটা শঙ্কা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়েও। তবে সব শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে ইতোমধ্যেই শতভাগ ফিট হয়ে ওঠেছেন এই পেসার। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে আবারও মাঠে নামতে মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন আফ্রিদি।

অভিষেকের পর থেকেই বল হাতে বাজিমাত করছেন শাহীন আফ্রিদি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ের সেরা পেসারদের একজন হিসেবে। চোটের কারণে এশিয়া কাপ খেলতে না পারায় তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। তাই বিশ্বকাপের আগে তাকে দলে পেতে মরিয়া ছিল পাকিস্তন ক্রিকেট বোর্ড (পিসিবি)। গল টেস্টে চোটে পড়া বাঁহাতি এই পেসার কদিন আগেই উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠিয়েছিল পিসিবি। এরপর পুর্নবাসন প্রক্রিয়া শেষে তিনি অনুশীলনেও যোগ দিয়েছেন। নেটে বোলিংও করছেন নিয়মিতই।

আফ্রিদি বলেন, ‘গত ১০ দিন ধরে কোনো সমস্যা ছাড়াই আমি পুরো রানআপ ও গতিসহ ছয় থেকে আট ওভার বোলিং করছি। যদিও আমি নেটে বোলিং এবং ব্যাটিং উপভোগ করেছি, তবে ম্যাচ পরিস্থিতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। ম্যাচ খেলতে আমি মুখিয়ে আছি। কঠিন এবং চ্যালেঞ্জিং পুনর্বাসন প্রোগ্রাম ছিল এটি। তবে আমি পুরোপুরি উপভোগ করেছি। সত্যি বলতে, আমি আগের চেয়ে ফিট অনুভব করছি এবং খেলার জার্সি পরতে মুখিয়ে আছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.