বুধবার গাইবান্ধা-৫ আসনে ব্যাংকিং সেবা সীমিত

জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন উপলক্ষে বুধবার (১২ অক্টোবর) নির্বাচনী এলাকায় সীমিত থাকবে ব্যাংকিং সেবা।

মঙ্গলবার (১১ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেসব স্থাপনায় ব্যাংকের শাখা বা উপশাখা থাকলে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হলো।

এর আগে গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেলে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। বুধবার (১২ অক্টোবর) এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.