ব্রুনাইয়ের সুলতানের সফরে যেসব চুক্তি সই হতে পারে

ঢাকা সফরে আসছেন ব্রুনাই এর সুলতান হাসানাল বলকিয়াহ। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবরের এই সফরে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এরমধ্যে বাংলাদেশ-ব্রুনাই সরাসরি প্লেন চলাচল ও অভিবাসন সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি একথা বলেন। ব্রুনাইয়ের সুলতানের এই সফর কর্মসূচি ২০২০ সালের এপ্রিলে চূড়ান্ত করা হয়েছিল। তবে করোনা মহামারির কারণে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটের স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক সই হতে পারে।

জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবার সঙ্গে আলোচনা করছি। ব্রুনাইয়ের সঙ্গেও জ্বালানি নিয়ে আলোচনা করছি। আমাদের ভালো আলোচনা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার সঙ্গেও আলোচনা হচ্ছে।’

হালাল খাবার নিয়ে ব্রুনাই আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক গরু ও ছাগল রয়েছে। বিশেষ করে ব্রুনাইয়ের সুলতান আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংস খুব পছন্দ করেন। হালাল মাংসের ব্যবস্থা করা (রফতানির জন্য) যায় কিনা, তারা সে বিষয়েও জানতে চেয়েছেন। এটি নিয়ে আলোচনা করছি।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.