পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মাঝে ১৫টি ব্যাংকের শেয়ারেরই ক্রেতা খুজে পাওয়া যাচ্ছেনা।
সোমবার (১০ অক্টোবর) ব্যাংকগুলোর লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে ব্যাংকগুলোর শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতা শূন্য হয়ে পরে শেয়ারগুলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হচ্ছে – এবি ব্যাংক, ব্যাংক এশিয়া, আইসিবি ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনআরবিসি ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথ-ইস্ট ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক।
অর্থসূচক/এমআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.