ইউসুফকে ধাক্কা মেরে শাস্তি পেলেন জনসন

লিজেন্ডস লিগ ক্রিকেটের কোয়ালিফায়ারে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ভিলওয়ারা কিংসের অলরাউন্ডার ইউসুফ পাঠান এবং ইন্ডিয়া ক্যাপিটালসের পেসার মিচেল জনসন। এক সময় সেই বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ইউসুফকে ধাক্কা মারতে দেখা যায় জনসনকে।

এই ঘটনায় অজি পেসার জনসনের ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ শেষে লিজেন্ডস লিগের কমিশনার রবি শাস্ত্রীর নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটি এই শাস্তি দিয়েছে। সেই সঙ্গে জনসনকে সতর্ক করে দেয়া হয়েছে যেন পরবর্তীতে এমন ঘটনায় তিনি আর না জড়ান। এক বিবৃতিতে লিজেন্ডস লিগের প্রধান নির্বাহী রমন রাহেজা এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

রমন রাহেজা বলেছেন, ‘আমরা এখানে এই লিগের মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটকে প্রচার করতে এসেছি। গতকাল বাছাইপর্বের ম্যাচে মাঠে যা হয়েছে, সেটা হওয়া উচিত হয়নি। কোনো সিদ্ধান্তে আসার আগে আমরা ভিডিওটি বেশ কয়েক বার দেখেছি। আমি আশা করি, সবাই একটা স্পষ্ট বার্তা পেয়েছে যে, খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই লিগে এ রকম কিছুর পুনরাবৃত্তি হবে না।’

ইউসুফ-জনসনদের হাতাহাতির ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় সমর্থকরা এই ঘটনায় জনসনের কঠোর শাস্তির দাবি করলেও অল্পতেই পার পেলেন এই অজি পেসার।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.