ব্লক মার্কেটে ৯০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৩২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯০ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডিকম অনলাইন লিমিটেডের। কোম্পানিটি ৩৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ফরচুন সুজ লিমিটেড ১৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ওরিয়ন ইনফিউশন ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আরা টেকনোলজি, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস, বিডি ফিন্যান্স, বিডি থাই ফুড, বিকন ফার্মা, বসুন্ধরা পেপার মিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কনফিডেন্স সিমেন্ট, ই-জেনারেশন, ফারইস্ট নিটিং, এইচ.আর টেক্সটাইল,আইসিবি, আইপিডিসি ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, কেয়া কসমেটিকস, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, ম্যারিকো, মেঘনা ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং,মিথুন নিটিং, এম.এল ডাইং,নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আরডি ফুড, সায়হাম টেক্সটাইল, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, সী পার্ল বীচ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স,সোনালী পেপার ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.