বৈশ্বিক সংকটের কারণে বিশ্বব্যাপী ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। শুধু বাংলাদেশে না, এরচেয়েও অনেক বেশি দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশে। ফলে আমরাও এতে কিছুটা চাপে আছি। তবে এক্ষেত্রে আমদানি কমিয়ে চাপ সামাল দেওয়া স্থায়ী সমাধান নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে তার বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈশ্বিক এই চাপ সামাল দিতে বাংলাদেশকে রপ্তানি বৃদ্ধিতে জোর দিতে হবে। সেক্ষেত্রে বিশ্ব বাজারে বাংলাদেশকে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের রেমিট্যান্স কিছুটা কমছে। পাশাপাশি রপ্তানি আয়ের পরিমাণও কমছে। এতে রিজার্ভে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে এই চাপ থাকবে না, কারন রেমিট্যান্স ও রপ্তানি আয় দুটোই বাড়বে।
ডলারের বর্তমান পরিস্থিতি নিয়ে এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডলারের দাম স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে বাজারে কোনো ডলার সাপোর্ট দেওয়া উচিৎ না।
৩০ বছরের দীর্ঘ ব্যাংকিং জীবন শেষ করে অবসরে যাচ্ছেন তিনি।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.